করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নিজেরাই সাজতেন এসপি-ওসি, দিতেন পুলিশ ক্লিয়ারেন্স-এনআইডি-ভিসা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি: নিজেরাই সাজতেন পুলিশ সুপার (এসপি), ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। ভুলভাল সিল বানিয়ে এবং ভুয়া সই দিয়ে তৈরি করতেন পুলিশ ক্লিয়ারেন্স। ভুয়া পাসপোর্ট, ভিসা ও জাতীয় পরিচয়পত্রও তৈরি করতেন তারা। এভাবে বিশাল সিন্ডিকেট গড়ে তুলে দেশব্যাপী চলছিল প্রতারণা। তাদের প্রতারণার শিকার হয়েছেন অসংখ্য মানুষ।

হবিগঞ্জে পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্নভাবে প্রতারণা করা চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় সিলসহ ভুয়া কাগজপত্র।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হবিগঞ্জের পুলিশ সুপার এবং বানিয়াচংয়ের ওসির ভুয়া সই করা একটি পুলিশ ক্লিয়ারেন্স আসে পুলিশের হাতে। পরে অনুসন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশ। টানা কয়েকদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এসব তথ্য। পরে ঢাকা ও গাজীপুর থেকে গ্রেফতার করা হয় চক্রের চার সদস্যকে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সেলিম আহমেদ, খালিদুর রহমান, রুকুনুর রহমান ও সুমন মিয়া। তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক, পাঁচটি পাসপোর্ট, অসংখ্য ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স উদ্ধার করা হয়। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ