শনিবার, ১০ মে ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হুসাইন বলেছেন, কওমী সনদের বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলতে চাইনা। কারন এটি বাস্তবায়নের দায়িত্ব ধর্ম মন্ত্রনালয়ের নয়, শিক্ষা মন্ত্রনালয়ের। তবে আমি এ ব্যাপারে প্রাথমিক ও গনশিক্ষা উপদেষ্টাসহ সবার সাথে কথা বলেছি। সবাই আমাকে আশ্বাস দিয়েছেন। এখন আমাদেরকে দেখতে হবে কওমীর সনদ ও সুবিধা যারা নিতে চান তারা নিতে কতটা প্রস্তুত। তারা নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি। মনে রাখতে হবে মাদ্রাসা হল আল্লাহর রহমত। এই মাদ্রাসা লোকজনের কলিজার ভিতর আল্লাহর ভয় ফয়দা করে। মানুষের মুখে দাড়ি ও মাথায় টুপি নিশ্চিত করে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত মাড়ে ১০টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ধুলিয়া মাদ্রাসা মাঠে আল্লামা আব্দুর রহমান শায়খে ধুলিয়ার “জীবন ও কর্ম” নামে একটি গ্রন্থের প্রকাশনা এবং তার জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান মেহমানের বক্তৃতায় এসব কথাগুলো বলেন তিনি।
উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ৮ মাস দায়িত্ব পালনকালে উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েছে। এবার হজে¦র খরচ ১ লাখ টাকা সাশ্রয় হয়েছে। সরকারী টাকায় এখন কেউ হজে¦ যেতে পারবে না। এবার আমরা হাজীদের সেবার জন্য ২শ সরকারী ডাক্তার,নার্স, ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়ে যাব। সেখানে আমরা ৪টি হাসপাতালের ব্যবস্থা করেছি যেখানে ডায়ালাইসিস ও হার্টের অপারেশন করা সম্ভব হবে। হজ¦ সেবার জন্য আমরা একটি অ্যাপস তৈরি করেছি। ২০ এপ্রিল সেটির উদ্বোধন হবে। হাজীরা মোবাইলে টিপ দিয়ে তার লাগেজ কোথায় তা জানতে পারবে এ্যাপস এর মাধ্যমে। হজে¦ দিনের কি কি আমল ও কর্মসূচি তাও জানা যাবে। হজ¦ সিস্টেমকে হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে।
উপদেষ্টা আরও বলেন, আমি ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্নস্থানে যাদেরকে নিয়োগ দিয়েছি তারা সবাই আল্লাহ ওয়ালা। তারা কোন ঘোষ খায়না। আমরা মসজিদ পরিচালনার জন্য নতুন নীতিমালা তৈরি করেছি। এখান কেউ চাইলেই কোন ইমামকে বহিস্কার করতে পারবে না। ইমাম নিয়োগেরও নীতিমালা হবে। ইমাম মোয়াজ্জিনের বেতনের জন্য ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো করা হবে। ইমাম ও মোয়াজ্জিনের মর্যাদা বাড়ানোর জন্য আমরা প্রতিবছর ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৬৪ জেলার সেরা ইমাম ও মোয়াজ্জিনকে পুরস্কারের ব্যবস্থা করব।
তিনি আরও বলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকে সুদ ও জামানত ছাড়া ঋণের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত এই ঋণের কোন খেলাপী নেই। ১জন থেকে ৩০ মার্চ পর্যন্ত ইমাম ও মোয়াজ্জিনদের মধে কোটি ৪১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।অসুস্থ ইমামদের জন্য এককালীন অনুদানের ব্যবস্থা রয়েছে।
তিনি শায়খে ধুলিয়ার কর্মজীবন ও মানুষের কল্যানে জীবন বিলিয়ে দেয়ার কথা উল্লেখ করেন এবং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি স্যায়িদ আসজাদ মাদানী। তিনি বলেন, রাসুলের আদর্শ আমাদেরকে মানতে হবে। রাসুলের আদর্শই আমাদের মুক্তির পথ। আমাদেরকে ৪টি বিষয়ে আমল করতে হবে। সেটি হল একলাছ, কোন কাজে দৃঢ় থাকা, সৃষ্টির সেবা করা এবং সুন্নাহর অনুসরন করা।
আর-রাহমান ফাউন্ডেশন ধুলিয়া ঘাটুয়া,আমিরপুর বানিয়াচং এর আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুলিয়া র. এর সাহেবজাদা মাওলানা হাবিবুর রহমান।
অতিথি হিসাবে আলোচনায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমেদ কাটখালীসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। অনুষ্টান পরিচালনা করেন মিম সুফিয়ান।