শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা মামলার সকল আসামী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৮ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমন প্রমুখ।
বক্তরা ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাবার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দায়ের করা মামলার সকল আসামী দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় যুবদল বৃহৎ আন্দোলনে মাঠে নামবে।