করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে দেড়শ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল মডেল থানা পুলিশ কর্তৃক অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ মাকদ দ্রব্য ১৫০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ১৩ এপ্রিল দিবাগত রাত সাড়ে ৩ ঘটিকার সময় পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রতন লাল দেব সঙ্গীয় ফোর্স সহ ঢাকা-সিলেট মহাসড়কের ২নং পুটিজুরী ইউনিয়নের দ্বিগম্বর বাজার এলাকায় রাত্রীকালী টহলে ছিলেন।এ সময় ২ জন ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় তাহাদেরকে জিজ্ঞাসাবাদ করা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে দোঁড়াইয়া পালানোর চেষ্টা করে।এমতাবস্থায় টহলকারী পুলিশের সঙ্গীয় ফোর্সের সহায়তার তাহাদেরকে আটক করতে সক্ষম হয়।এসময় উপস্থিত লোকজনের সামনে তাদেরকে তল্লাশি করে মোঃ আমিনুল হক (২৫) এর ব্যাগে থাকা ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মোঃ আমির আলী (২৭) এর ব্যাগে থাকা ৭২ বোতল সহ মোট ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে জব্দ করা হয়। বিষয়ে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৪ (গ)বাহুবল থানার মামলা নং-১১/১৩ দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
#
জুবায়ের আহমেদ,
বাহুবল, হবিগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ