শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃচুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার করেছে সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ।
(১২ এপ্রিল)শনিবার সকালে নিজস্ব সংবাদদাতা মাধ্যমে আম্মদাবাদ ইউনিয়নের নালুয়া চা বাগানের এক চা শ্রমিকের ঘর থেকে বানরটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর হবে।এটি একটি পূর্ণবয়স্ক বানর। বানরটি বাংলাদেশে বিরল। দেখতে সাদা ধূসর অত্যন্ত সুন্দর, ইংরেজিতে এটিকে বলা হয় slow loris,
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ ও তেলমাছড়া বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, লজ্জাবতী বানর বাংলাদেশে সংখ্যায় খুবই কম দেখা যায়। বানর টি দেখতে অত্যন্ত সুন্দর এবং বিরল প্রজাতির নিশাচর প্রাণী।লজ্জাবতী বানর সাধারণত বিভিন্ন ধরনের পোকা মাকড় এবং গাছের কস খেয়ে বেঁচে থাকে।এ প্রজাপতি বানার সাতছড়ি বনে মাঝেমধ্যে দেখা যায়। এছাড়াও রাঙ্গামাটির বান্দরবান এলাকায় মাঝেমধ্যে দেখা যায়।স্থানীয় গণমাধ্যম কর্মী ও পশুপাখি নিয়ে কাজ করেন সাংবাদিক আব্দুল জাহির মিয়া বলেন, লজ্জাবতী বানর সচরাচর দেখা না গেলেও সাতছড়ি এবং চুনারুঘাটের কিছু চা বাগানে মাঝেমধ্যে দেখা যায়।এটি খাচায় বন্দি করে রাখা ঠিক না।বানরটি বিভিন্ন ধরনের পোকা মাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং অত্যন্ত পরিবেশ বান্ধব একটি প্রাণী হিসেবে বাংলাদেশে বিবেচিত।