শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট(হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট বাজার জামে মসজিদে এশার আযানের সময় মসজিদ ভবনের ৩য় তলা থেকে গিটার বাজানো অবস্থায় এক হিন্দু যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন মুসল্লীয়ানরা।
আটক যুবক উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গাভীগাঁও গ্রামের সদীপ চন্দ্র শীলের ছেলে সুব্রত শীল শঙ্খু (২১)।
বৃহস্পতিবার(১০ এপ্রিল) এশার আযান চলাকালীন সময়ে সুব্রত মসজিদের ৩য় তলায় গিটার বাজানো অবস্থায় মসজিদের কয়েকজন মুসল্লীর নজরে পড়লে তাকে আটক করে মসজিদ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।আযান চলাকালীন সময়ে মসজিদের উপর গিটার বাজিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় ধর্মপ্রাণ মুসল্লীরা তাকে উত্তম মধ্যম দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
স্থানীয় সূত্রে পাওয়া,সুব্রত নিজেকে ইস্কন সদস্য বলে দাবী করেছে।তার সাথে আরো কয়েকজন ছিল বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে।স্থানীয়দের দাবী,কঠোর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়া হয়।
এদিকে সুব্রত-এর ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম জানান,সুব্রত মানষিক ভারসাম্যহীন ছেলে।তার প্রতিবন্ধী কার্ড ও ডাক্তারের প্রেসক্রিপশন আছে।
এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার বিমল দেব বলেন,সুব্রত থানা হেফাজতে রয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ চলছে।জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।