করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারে মোটরসাইকেলের ব্যাটারী ক্রয়কে কেন্দ্র করে দুই পরগনার ১২ গ্রামে লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। পরে মাইকে ঘোষণা দিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষটি রণক্ষেত্রে রুপ নেয়, এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতাল সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিরপুর বাজারে দৌলতপুর গ্রামের জনৈক রুবেল মিয়া নামের যুবকের সাথে ব্যাটারীর বিষয় নিয়ে চারগাও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এ সময় বানিয়াগাও গ্রামের আকাশ আহমেদ নামের এক ব্যক্তি রুবেলের পক্ষ নিলে চারগাও গ্রামের লোকজন বানিয়াগাও গ্রামের লোকদের সাথে মিরপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে সংঘর্ষটি দুই পরগনার ১২ গ্রামের লোকজনের মাঝে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে মিরপুর বাজারের কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর করে দোকানে থাকা মালপত্র সড়কে ফেলে দেয়া হয়।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্ব অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু পরিস্থিতির ভয়াবহতায় পুলিশ পিছু হটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়।

প্রায় তিন ঘন্টা সংঘর্ষ চলার পর রাত প্রায় ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষকালে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ