শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আত্নার আত্নীয় পাগলা গ্রুপের বাৎসরিক মিলন মেলা শুরু হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নালুয়া চা বাগানের দুমদুমিয়া লেকের পাশে শুরু হয়।
বেলা দুইটায় দেওয়া হয় হরেক রকম আয়োজনে দুপুরের খাবার। খাবার নিতে লাইনে দাড়িয়েছিল পাগলা গ্রুপের সদস্যরা।
খাবার হাতে পেয়ে যে যার মত করে বসে মাঠে চলে ভূড়িভোজন।
ভূড়িভোজন শেষে চলে গাণ। বেলা সাড়ে তিনটা চলছে সঙ্গীতের আয়োজন। পাগলা গ্রুপের সদস্যরা নেচে নেচে আনন্দে মাঠ মাতাচ্ছে।