শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: জাতির মেরুদন্ড শিক্ষা হলে, শিক্ষার মেরুদন্ড শিক্ষক” এই স্লোগান ধারণ করে ব্যতিক্রমী আয়োজনে ইফতার মাহফিল সম্পন্ন করেছে মিরপুর প্রেসক্লাব।
( ২৬ মার্চ) বুধবার মিরপুরস্থ সানশাইন মডেল স্কুল এন্ড কলেজে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়।
মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ‘সম্মানিত শিক্ষকদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ প্রায় শতাধিক শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। এ ছাড়াও অনুষ্ঠানে বাহুবল মডেল থানার ওসি (অফিসার ইন্চার্জ) জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
একপর্যায়ে ইফতার মাহফিল টি শিক্ষক ও সাংবাদিকদের ‘মিলন মেলা’য় পরিণত হয়। আননন্দঘন পরিবেশে গতানুগতিক প্রথার বিপরীতে এমন ব্যতিক্রমী আয়োজন করায় উপস্থিত সকলে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।