করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে আরব উল্লাহ-মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
পিন্টু দেবনাথ,  কমলগঞ্জ : পবিত্র মাহে রমজান উপলক্ষে মরহুম হাজী শেখ আরব উল্লাহ – মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট সমাজসেবক শেখ জহির উদ্দিন এর আয়োজনে  হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পতনঊষার মহিলা মাদ্রাসার সিনিয়র  শিক্ষক
মাও: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল হক চৌধুরী সায়েস্তা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক সালাউদ্দিন শুভ।
 উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল ইসলাম হৃদয়, জায়েদ আহমেদ,  এম. মুমিনুল ইসলাম প্রমুখ।
পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল আহাদ।
অনুষ্ঠানে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ