বাহুবল প্রতিনিধি: বাহুবল উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাহুবল নিউ বিছমিল্লাহ হোটেলের ( ২য় তলা) পার্টি সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ আর হারিছ এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলু, উপজেলা যুব জামায়াতের সভাপতি মীর জমিলুন্নবী ফয়সল, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোশাহিদ আলী, সদস্য সচীব মোহাম্মদ ফজলুর রহমান, বাহুবলের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল কুদ্দুস, সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আকলুছ মিয়া, আতাউর রহমান, উপজেলা যুবদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবরু মিয়া, পুটিজুরী দি মেরিটস্ হোম হাই স্কুলের প্রধান শিক্ষক ইমরানুল কবির, সিনিয়র সাংবাদিক সাঈদ আহমদ, আফজল হুসেন, কবির আহমেদ, যুবদল নেতা জাকারিয়া, বাহুবল সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামায়ূন কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুকু মিয়া, পুটিজুরী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি ফুরুক মিয়া, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদ, বিএনপি নেতা জালাল উদ্দীন, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি শাহজাহান মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।