শনিবার, ১০ মে ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় স্প্রেড স্মাইল ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে এককালিন বৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে ইসলামী একাডেমিতে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্প্রেড স্মাইল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হিরাজ আলী শাহ।
স্প্রেড স্মাইল ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির প্রধান শিক্ষক নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার শিক্ষক ইশতিয়াক আহমেদ।
পরে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের এককালীন সহযোগিতা করা হয়।
ভবিষ্যতে ও শায়েস্তাগঞ্জ এর মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার আশা প্রকাশ করেন স্প্রেড স্মাইল ফাউন্ডেশন এর কর্তৃপক্ষ।