শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের বাহুবল উপজেলা মিরপুর নামকস্থানে একটি দাঁড়ানো ট্রাকের পিছনে আরেক চলন্ত ট্রাকের ধাক্কায় দুই জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ২০ মার্চ) সকাল ৭ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটেছে।
আহতরা হলেন – নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের সোয়েব মিয়া (৬০) ও তার মেয়ে সাদিয়া আক্তার (২৮)। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান- আহতরা নবীগঞ্জ থেকে ট্রাকযোগে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের চালক ঘুমন্ত অবস্থায় থাকার কারনে মিরপুরে রাস্তার পাশে দাড়ানো থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফিরুজ মিয়া জানান- তারা সংবাদ পেয়ে ট্রাকেট ইঞ্জিনে আটকা পড়া দুই জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এঘটনায় ট্রাকের চালক পালিয়ে যায়।