করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ঐতিহাসিক বদর দিবসে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ রোডস্থ আলিয়া মাদরাসা মাঠে ১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী।
তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল শাখার সভাপতি নামজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শায়েল আহমদ ও ফয়সাল আহমদের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফিজ ক্বারি মো. রুহুল আমিন।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আল ইসলাহর সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী, সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান, জেলা তালামীযের সহ সভাপতি মো. আবুল কাশেম, মানাউল্লাহ্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন প্রমূখ।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলিয়া মাদরাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাওলানা আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদ সালেহ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাসির উদ্দিন, সোনা মিয়া রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ ইসলামপুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এহসান বিন মুজাহির, উপজেলা আল ইসরাহ সহ সাধারন সম্পাদক মাও. রাশিদ আলী, পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দীন, তালামীয সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান, সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম সালেহ, আলিয়া মাদরাসা তালামীয সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, শহর শাখার সভাপতি মো. রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হৃদয় আলম’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ