করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে চুরির অপবাদে আগুন দিয়ে অমানুষিক নির্যাতন

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামে চুরির অপবাদে আগুনের ছেক দিয়ে মধ্যপুযোগীয় কায়দায় গাছের সাথে বেঁধে এক ব্যক্তিকে নির্যাতন করায় সমালোচনা শুরু হয়েছে। নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সকলের নজরে আসে।

নির্যাতিত ব্যক্তি বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের মৃত কিম্মত আলীর পুত্র শহীদুল ইসলাম (২৫) সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এ বিষয়ে সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, যমুনাবাদ গ্রামের রুহেল মিয়া, সোহেল মিয়া, বনদক্ষিণ গ্রামের আব্দুল ওয়াদুদ, আব্দুল মালিকসহ একদল লোক গত রবিবার রাতে শহীদুলকে ধরে নিয়ে সোহেল মিয়ার বাড়িতে বেধে নির্যাতন চালায়। এক পর্যায়ে তার শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় এবং গুড়া মরিচ শরীরে ছিটিয়ে দেয়। এ সময় সে চিৎকার করলে তা ভিডিও করে ছড়িয়ে দেয়া হয় যোগাযোগ মাধ্যমে।

লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হলে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়। তবে টাকার অভাবে শহীদুল ইসলাম সদর হাসপাতালেই যন্ত্রনায় কাতরাচ্ছে। সে একজন মাছ ব্যবসায়ী। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ