করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে মহাশিবরাত্রী ব্রত উদযাপন 

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যোগীবিল শৈব যোগী সংঘের আয়োজনে ১৫তম বার্ষিকী মহাশিবরাত্রিব্রত উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
বুধবার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগিবিল  “যোগীকুঞ্জ শিবাঙ্গনে ” পরমেশ্বর শিবের বৈদিক প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। পরে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ  শোভাযাত্রায় শত শত ভক্তবৃন্দের ” হর হর মহাদেব” ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। পরমেশ্বর শিবের দিব্য নাম কীর্তনের মাধ্যমে শোভাযাত্রাটি প্রায় ৫ কিলোমিটার আশপাশের অঞ্চল প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, মহাশিবরাত্রি সনাতন বৈদিক ধর্মের অন্যতম আধ্যাত্মিক অনুষ্ঠান। কেননা, বেদ-বেদান্তে পরমেশ্বর ভগবান শিব সর্বোচ্চ সত্বা হিসেবে বর্ণিত হয়েছেন। তিনি অদ্বিতীয় পরম সত্বা। সেজন্য বেদান্তে বলা হয়েছে- “শিব এব কেবলো।”
বিশ্বজগতের কল্যাণার্থে তথা আলোকিত আধ্যাত্মিক জীবন গঠনের উদ্দেশ্যেই শিবরাত্রি মহাব্রত উদযাপন করা হয়।
বৃহস্পতিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ