শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহুবলের সভাপতি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রী মিনারা বেগমকে শ^াসরোধ, পরে পেঠে ডেগার স্টেপ করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত মিনারা বেগম মহিলা জামায়াতের উপজেলা বিভাগের দায়িত্ব পালন করতেন। মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষ্যে নিহতের স্বামী সকালে উপজেলায় সরকারী পোগ্রাম শেষ করে, রোকন বৈঠক যোগ দেন। সারাদিন দলীয় পোগ্রাম শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা, ঘরের লাইট অফ, পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।
ঘরে গিয়ে দেখা যায়, ওই নারী রাতের খাবারের জন্য বটি দিয়ে আলু বেগুন পেয়াজ কাটা অবস্থায় ছিলেন, অর্ধেকের কিছু কম তরিতরকারি কাটা শেষও করে ছিলেন সেই মুহূর্ত হয়তো তাকে দুর্বৃত্তরা তুলে নিয়ে হত্যা করে একটি রুমের খাটে ফেলে রেখে চলে যায়। ঘটনাস্থলে বটি বটি পেয়াজ বেগুন আলু এভাবেই পড়ে থাকতে দেখা যায়। তবে কি কারনে এমস হত্যাকান্ড ঘটেছে কেউ জানাতে পারেনি।
খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, পিবিআই এসপি হায়াতুন্নবী, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার গিয়াস উদ্দীন, সহকারী পুলিশ সুপার, ডিবি ও মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুঠে আসেন।
পরে পিবিআই লাশের ফরেনসিক রিপোর্ট তৈর করে। রাত ১টার দিকে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি পুলিশ।
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যূ নিশ্চিত হওয়ার পরে পেঠে ডেগার স্টেপ করা হয়েছে। কারন সেখানে রক্তের দাগ পাওয়া যায়নি। শরীরের আর কোন স্থানে আঘাতের চিহৃও দেখা যায়নি।