করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে শিক্ষার মানোন্নয়নের লক্ষে নাগরিক সমাবেশ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার মানোন্নয়নের লক্ষে বিদ্যালয়ের অভিভাবক ও অন্যান্য অংশীজনের অংশগ্রহণে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাকটিভ সিটিজেন’স গ্রুপ (এসিজি), সনাক-টিআইবি এর সহযোগীতায় ও পশ্চিম শ্রীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

স্কুলের প্রধান শিক্ষক সুবর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে ও টিআইবির এরিয়া কো-অডিনেট মো. আবু বকর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সনাক সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য ও সাবেক সভাপতি সৈয়দ নেসার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা কমিটির সহ আহব্য়াক জান্নাতুল আম্বিয়া, সদস্য মো. আব্দুর, সদস্য নিতেশ সুত্রধর ও এসিজির সহ-সমন্বয়ক তাহমিনা আক্তার রুমি প্রমুখ। এছাড়াও সভায় ইয়েস, এসিজি সদস্যসহ প্রায় দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ