পিন্টু দেবনাথ : মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে দিনব্যাপি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, সোমা ভট্টাচার্য, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, ছন্দা বেগম, সাজ্জাদুল হক স্বপনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পরে বিভিন্ন ক্যাটারীতে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।