শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৪৬ অপরাহ্ন
শেখ মোঃ হারুনুর রশিদ: বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ২০২৫-২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার(১৮ নভেম্বর)সন্ধ্যায় চুনারুঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা সেক্রেটারী মীর সাহেব আলী।প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ফুয়াদ হাসান, বাইতুলমাল সম্পাদক এস.এম নোমান ও উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শেখ রায়হান উদ্দিন প্রমুখ। সভায় মোঃ মুহিবুর রহমান মাসুমকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সেক্রেটারি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহসভাপতি হাফেজ জুবায়ের আহমেদ,মোঃ ছিদ্দিক আলী, হাফেজ এম.এ. জিন্নাহ চৌধুরী,সহকারী সেক্রেটারি নূরে আলম হাবিবি,বায়তুলমাল সম্পাদক আব্দুল হাই আল মামুন, সহ-বায়তুলমাল গোলাম কিবরিয়া চৌধুরী, মিডিয়া ও প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন,আইন বিষয়ক সম্পাদক ডা. মো: আব্দুল কাদির ও ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাছুম।
দায়িত্ব গ্রহণকালে নতুন সভাপতি মুহিবুর রহমান মাসুম সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন-ইসলামী আন্দোলনের দায়িত্বভার বহন করা খুবই কঠিন। আমি মানুষ হিসেবে ভুল ত্রুটির বাইরে নই। আপনাদের চোখে যখনই আমার কোনো ভুল ধরা পড়বে তখনই আমাকে সংশোধনের সুযোগ দিবেন।
নবগঠিত কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর আলম দলের আনুগত্য এবং শৃঙ্খলা অনুযায়ী সঠিকভাবে দায়িত্বপালনের অঙ্গিকার ব্যক্ত করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।