সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাটঃবাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে আমুরোড বাজারে এক সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন জামায়াতের সভাপতি সফিক শফিক লস্কর এর সভাপতিত্বে ও সেক্রেটারী লোকমান আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ইদ্রীস আলী।বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মীর সাহেব আলী ও অর্থ সম্পাদক এস এম নোমান।
এ সময় সকলের সম্মতিতে- দীর্ঘদিন দুবাইয়ে নির্বাসিত ও কারা নির্যাতিত নেতা মোস্তফা হোসাইন মস্তু কে সভাপতি ও মোঃ সোহেল মিয়া কে সেক্রেটারী নির্বাচিত করা হয়।
এছাড়া সহ-সভাপতি আব্দুর রউফ(মিয়াধন মোল্লা)সহ-সেক্রেটারি-মহিন উদ্দিন শ্রাবণ,বায়তুল মাল সম্পাদক-সিয়াম আহমেদ রনি,সাংগঠনিক সম্পাদক-শেখ সাহিদ আহমদ নিক্সন,সহ-সাংগঠনিক সম্পাদক-আল-আমিন,অফিস সম্পাদক-সামছুল হক,প্রচার সম্পাদক-উজ্জ্বল মুহম্মদ,সমাজ কল্যাণ সম্পাদক- ফজলু মিয়া,সাংস্কৃতিক সম্পাদক- আবদুল্লাহ আল-নোমান,প্রকাশনা বিষয়ক সম্পাদক-রাসেল মিয়া,প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক-মাহমুদুল হাসান শিবলী ভূইয়া কে দায়িত্ব দেয়া হয়।
সভা শেষে দেশ ও জাতীর শান্তি কামনায় মোনাজাত করা হয়।