সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জে ‘এশিয়া ডে অফ অ্যাকশন’ পালনের মধ্যদিয়ে গ্যাস সম্প্রসারণ বন্ধের দাবি জানানো হয়েছে। খোয়াই ও বিজনা নদীতে নৌ সমাবেশ করে এ দাবি জানিয়েছে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ ও খোয়াই রিভার ওয়াটারকিপার।
বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জের খোয়াই নদীতে পরিবেশ সংগঠক বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইকরামুল ওয়াদুদ’র সভাপতিত্বে আলোচনায় মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, গাছ মামা রায়হান, সংস্কৃতিকর্মী ওসমান গনি রুমি, ইন্টারেক্টর তাসিন বিলাওয়াল আরিয়ান প্রমুখ।
এসময়ে পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা নৌ পরিভ্রমণ এ অংশগ্রহণ করেন। একই দিন দুপুর ২টায় নবীগঞ্জের বিজনা নদীতে অনুরূপ কর্মসূচি পালিত হয়।
দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায় এর সভাপতিত্বে ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহম্মদ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রি রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহবায়ক ডাক্তার মোস্তফা শাহ জামান বাহার, সদস্য সচিব আব্দুল করিম চৌধুরী কিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোস্তাশার চৌধুরী, প্রভাষক অতুল চন্দ্র দেবনাথ, জিয়াউল হক সাজু, প্রণয় কান্তি দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, ধরিত্রীর অস্তিত্বের স্বার্থেই জীবাশ্ম জ্বালানি প্রকল্পের সম্প্রসারণ বন্ধ করতে হবে। প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের মাধ্যমে আমরা অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ জ্বালানী ব্যবস্থার দিকে যাচ্ছি। যা পরিবেশ বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনেরও কারণ। এতে করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এপ্রেক্ষিতে বাংলাদেশকে একটি ন্যায্য, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করতে হবে। এসময় বিজনা নদী তীরে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়।