করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

স্বকীয়তার খুঁজে

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান: আমরা শায়েস্তাগন্জবাসী কিছুদিন আগে একটি নতুন পরিচয় পরিচিত হয়েছে সেটা হচ্ছে শায়েস্তাগন্জ উপজেলা। যদিও আমাদের এই পরিচয় নতুন কিন্তু আমাদের জনপদ অতি পুরাতন এবং প্রাচীন। তথাপিও আমরা আমাদের স্বকীয়তায় অনেক পিছিয়ে।

শিক্ষা মননে ও চেতনে আমরা আসলে আমাদের ইতিহাস বা ঐতিহ্য ধারণ করতে পারি না। ধারণ করার জন্য যে প্রজ্ঞা ও জ্ঞান দরকার আসলেই কি আমাদের মধ্যে আছে না থেকেও নেই।

আমাদের একে অন্যের প্রতি সহানুভূতিশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে তবেই আমরা আমাদের স্বকীয়তার সন্ধান পাব।

নিজেদের মধ্যে সমস্যা হবেই। আবার ভালবাসাও হবে। সমস্যা হলেই অন্যের পিছনে ছুটতে হবে সমাধানের জন্য এটার নাম স্বকীয়তা নয়।

স্বকীয়তা হলো জ্ঞান প্রজ্ঞা ও ধৈর্য্য দ্বারা নিজেদের সমস্যার সমাধান নিজেরা করা।

আর যেহেতু আমরা একটি প্রাচীন জনপদের বাসিন্দা তাই আমাদের ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদেরকে জানাশোনা হতে হবে এবং নিজেদেরকে প্রসারিত মনের অধিকারী করতে হবে এবং যোগ্য লোককে সম্মান দেয়া শিখতে হবে। তবেই নিজেও সম্মান পাব।

স্বকীয়তা একটি বিশাল বিষয়। এটা জানতে হয় বুঝতে হয় ধারণ করতে হয়।
যেহেতু আমরা একটি নতুন পরিচয় পরিচিত তাই আমাদের হয়তো সময় লাগবে নিজেদের এ সম্মানটুকু বোঝার জন্য। তাই ধৈর্য ধারণ করতে হবে।

এলাকাবাসী বৃদ্বি করতে হবে আমাদের আরো শক্তিশালী হতে হবে মননে তবেই আমরা একটি সুষ্ঠ সুন্দর ও স্বকীয় পরিচয়ে শায়েস্তাগঞ্জ উপজেলাকে দেশবাসীর দরবারে তথা সারা বিশ্ববাসীর দরবারে পরিচিত করতে পারব।

লেখক: সাংবাদিক ও আইনজীবী

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ