শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেককাটার মাধ্যদিয়ে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করাহয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ এর সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজ রেজাউল হক খান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, হবিগঞ্জ জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ও দৈনিক সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক হারুনুর রশীদ চৌধুরী, হবিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মো: ফরিয়াদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, জেলা বাপারা সাধারণ সম্পাদক তোফাজ্জুল হোসেল, যুগান্তরের জেলা প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল চৌধুরী, দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি নুরুল হক কবির, মোহনা টিভির জেলা প্রতিনিধি মো; ছানু মিয়া, বৈশাখী টিখির জেলা প্রতিনিধি সাইফুর রহমান তারেক, এখন টিভির জেলা প্রতিনিধি কাজল সরকার, দেশ টিভির জেলা প্রতিনিধি আমির হামজা, আমার সংবাদের জেলা প্রতিনিধি মীর কাদির, মাইটিভির জেলা প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, সংবাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম, জাহেদ আলী মামুন প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠাকদের কাছে আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেছেন অতিরিক্ত ডিআইজি রেজাউল হক খান। তিনি বলেন কালবেলা একটি পত্রিকা যা ইতিমধ্যে পাঠকদের হৃদয়ে আস্তা তৈরী করে নিয়েছে। আমরা আশারকরি কালবেলা আরো দ্রুত এগিয়ে যাবে।
আলোচনা সভাশেষে প্রধান অতিথি কেক কেটে আনুষ্ঠানিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। পরে একটি রেলিতে অংশ গ্রহন করেন অতিথিরা।
অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও শিক্ষার্থী ও বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।