শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সিংহদ্বারখ্যাত মিরপুর ইউনিয়নের মিরপুর ক্রীড়া সংস্থার উদ্যোগে ফ্রি চক্ষু মেডিক্যাল ক্যম্প সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত মিরপুর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজে অনুষ্টিত হয়।
মিরপুর ক্রীড়া সংস্থার সভাপতি ও মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর একেএম মীর জমীলুন্নবী ফয়সলের অর্থায়নে এ ক্যম্প অনুষ্টিত হয়।
এলাকার প্রায় সাড়ে তিনশতাধিক রোগিকে ফ্রি ঔষুধ সহ চিকিৎসা প্রদান করা হয়।
জাসপোস হবিগঞ্জ আধুনিক চক্ষু হাসাতালের পোগ্রাম অফিসার হারুনুর রশিদ ও সৈয়দ মাসুমের সঞ্চালনায় হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা: আহমদুল্লাহ হক চিকিৎসা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সদস্য শাহজাহান মিয়া, মিরপুর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান মাসুক।