অভিযানে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এ এস আই ইয়াছির আরাফাত চৌধুরী, কনেষ্টবল মনির ও সিদ্দিক, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি হাছাইন আহমদ, অফিস সহায়ক সুধন চন্দ্র রায়।
এ দিকে বেলা ৩ টায় আটককৃত জাল উপজেলা ভবনের দক্ষিণ পার্শ্বের খোলা স্থানে জ্বালিয়ে বিনষ্ট করা হয়।
ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসরুপা তাসলিম আটকের সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ৩ মন অবৈধ কারেন্ট জাল আটক করে তা জ্বালিয়ে বিনষ্ট করা হয়েছে।