করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে কর্মচারীদের মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬

এম.মুসলিম চৌধুরী, মৌলভীবাজার : পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদান, কেন্দ্রীয় তহবিল গঠন করে পি,এফ , গ্রাচুইটি ও পেনশন প্রদান এবং পৌরসভাকে শক্তিশালী এবং কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পৃথক একটি নগর উন্নয়ন অধিদপ্তর গঠন করার দাবীতে শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা- কর্মচারীগন সোমবার সকাল ১১টায় পৌর ভবন সম্মুখে ও স্থানীয় চৌমুহনায় মানব বন্ধন কর্মসূচী পালন করে।

 

এতে পৌর কর্মকর্তা কর্মচারী এসোসিয়শনের সভাপতি ও নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন তার বক্তৃতায় বলেন,সারা দেশের পৌর কর্মকর্তা কর্মচারীদের এ ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন ।

 

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার যথাশীঘ্র তাদের এ দাবী মেনে নিয়ে পৌরসভার কর্মকান্ডে আরোও গতিশীলতা আনয়নে সহায়তা করবেন ।

 

নয়ত কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচী পালনে তারা বাধ্য থাকবেন ।

 

এতে আরো বক্তব্য রাখেন,সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম , সংগঠনের সাধারন সম্পাদক ও টাউন প্লালার সাইফুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক, উপসহকারী প্রকৌশলী ফরহাদুল ইসলাম, অসীম রায়, মিন্টু সি,আব্দুর রউফ, দেলোয়ার আলম বাবু, নেপাল কৃষ্ণ দত্ত, মোঃ আনোয়ারুল ইসলাম, সাহেদা,দেবেন্দ্র,রুপা, সহিদ,দেলোয়ার,শাকিল,রাজু প্রমূখ ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ