শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
মো: আনোয়ার হোসেন: হবিগঞ্জের বাহুবল উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিট আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজের প্রতিষ্টাতা আব্দুল্লাহ চৌধুরী ২৫তম মৃত্যুবার্ষিকী উৎযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ ঘটিকায় মিরপুর কলেজ ক্যাম্পাসের হল রুমে দোয়া মাহফিল পরিচালনা করেন মিরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুতাহের আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, প্রভাষক আফতাব আহমেদ, আইয়ুব আলী, আব্দুল হাই ভূইয়া, ওয়াহিদ আহমেদ, ফয়সল আহমেদ, মাসুক আলী, এম শামসুদ্দিন সহ কলেজের শিক্ষার্থরা।
এ সময় কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, আজকের এই দিনে উনাকে স্মরণ করে বলতে হয় এই বাহুবল উপজেলার উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আলোকবর্তিকা বা বাতিঘর হলেন মরহুম আবদুল্লাহ চৌধুরী। মিরপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ১৯৩৪ সালের ২৫ মে জন্মগ্রহণকারী এই ক্ষণজন্মা মানুষটি ছিলেন সর্বদা হাস্যজ্বল ও সদালাপী। তিনি ছিলেন লন্ডন প্রবাসী।
১৯৯৩ সালে দেশে এসে বাহুবল উপজেলায় কোন কলেজ না থাকায় একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করে তা নির্মানে তার পরিবারের সকল সদস্যদের সাথে নিয়ে এলাকার গণ্যমান্য, রাজনৈতিক, অরাজনৈতিক ব্যক্তি বর্গসহ সকল স্তরের মানুষদের সাথে নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহি অফিসার মরহুম সাইফুদ্দিনের সহযোগীতায় গড়েতোলেন আজকের আলিফ সোবহান চৌধুরী সরকারী কলেজ। ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর বর্তমান অবধি কলেজটি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে।
কলেজটিতে বর্তমানে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি (পাস) সহ ৬ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। লেখা পড়া শেষে ইতমধ্যে ছাত্র ছাত্রীরা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা, ডাক্তার সহ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি গড়ে না তুললে হয়তো এলাকার এই সকল গুণিজন তৈরি হত না।
তাই আজকের এই দিনে মরহুম আবদুল্লাহ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করছি। একইসাথে আলিফ সোবহান পরিবারের অন্যান্য মরহুম ব্যক্তি গণের রুহের মাগফেরাত কামনা করছি। যারা জীবিত রয়েছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি