শনিবার, ১০ মে ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
কামরুল হাসান. অনলাই নিউজ পোর্টাল ‘করাঙ্গীনিউজ টোয়েন্টিফোর ডটকম’ চৌদ্দ বছর পূর্ণ করে পনের তে পা রাখল। তাই আমরা গর্বিত ও আনন্দিত। আজ থেকে ১৫ বছর আগে ২০০৯ সালে ২৫ অক্টোবর করাঙ্গীনিউজ যাত্রা শুরু করে। তারপর অবিরাম পথচলা। গণমানুষের প্রত্যাশা পূরণে নিরন্তর চেষ্টা করে যাচ্ছে করাঙ্গীনিউজ। পাঠকদের আস্থা ও ভালোবাসায় আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় করাঙ্গীনিউজ পরিবারের।
১৫ বছর পথচলা অল্প নয় মোটেও। দুর্যোগ-দুর্বিপাকে, রাজনীতির ঘূর্ণিপাকে, অর্থনীতির বাকে বাকে, সময়-অসময় অথবা দুঃসময়ের গণ্ডি পেরিয়ে সবখবর সকলকে জানাতে এ যাত্রা ছিলো সম্মুখ সারির তিন কলম যোদ্ধার, পরবর্তীতে কলম যোদ্ধার তালিকা লম্বা হতে থাকে।
ভালোর শেষ নেই। তবে প্রতিদিন প্রতি মুহূর্তে আছে ভালো করার আকাঙ্খা। সে প্রত্যয়ে গণ মানুষে মিশে যায় করাঙ্গীনিউজ। পথ-প্রান্তর আর দেশ-দেশান্তর পেরিয়ে ছুটছে নিরন্তর।
করাঙ্গীনিউজ পাঠকদের কল্যাণের কথা চিন্তা করে আয়ের সুযোগ থাকা সত্ত্বেও তামাকের বিজ্ঞাপন প্রকাশ না করার নীতি গ্রহণ করেছিল শুরু থেকেই। করাঙ্গীনিউজ দুর্নীতির সাথে কখনো আপোষ করবে না সেই নীতি থেকে সরে আসেনি। অনলাইন নিউজ পোর্টাল জগতে হবিগঞ্জ জেলায় এক নতুন ধারার জন্ম দিয়েছে করাঙ্গীনিউজ।
করাঙ্গীনিউজের ১৫ বছর পথচলায় বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ বলেন, করাঙ্গীনিউজ শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের সামনে তুলে ধরছে। প্রান্তিক পর্যায় থেকে তারা সংবাদ সংগ্রহ করে। এছাড়া লাইভ প্রোগ্রামগুলো অনেক এগিয়ে। এজন্য করাঙ্গীনিউজ পরিবারের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী বলেন, করাঙ্গীনিউজের সফলতা কামনা করছি। এছাড়া আগামী দিনগুলোতে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে পেশাদারিত্বের সাথে সংবাদ প্রকাশ করবে এবং সেই তথ্যানুযায়ী দেশ ও জাতি উপকৃত হবে।
লেখক: বার্তা সম্পাদক