করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নেপালের হারে সেমিফাইনালে বাংলাদেশ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

ক্রীড়া ডেস্ক:
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ বুধবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-নেপাল। সেখানে নেপালের ১-০ গোলের পরাজয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে।

ভুটানে চলতি সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারের পর হারিয়েছিল নেপালকে। যে কারণে ভারত ও নেপালের ম্যাচের ওপর নির্ভর করছিল বাংলাদেশের ভাগ্য।

আজ বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়েছে নেপালকে। পরপর দুই ম্যাচ হেরে নেপাল বিদায় নিলে বাংলাদেশের জন্য খুলে যায় সেমিফাইনালের দরজা।
ম্যাচটি ড্র হলেও বাংলাদেশ উঠে যেতো সেমিফাইনালে।

ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পেয়েছে পাকিস্তানকে। দুই ম্যাচ জিতে পাকিস্তান ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ