শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার: এশিয়া কাপ খেলতে আগামী রোববার দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে সুখবর পেলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তাসকিন আহমেদ। তৃতীয়বারের মতো বাবা হয়েছেন এই টাইগার পেসার। তাসকিন-রাবেয়া দম্পতির ঘরে আলো করে এসেছে আরও এক কন্যাসন্তান। ফেসবুকে এক স্ট্যাটাসে কন্যা সন্তানে বাবা হওয়ার খবর নিশ্চিত করেন তাসকিন।
স্ট্যাটাসে তাসকিন লিখেন, ‘আসসালামু আলাইকুম, আজ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে আমি তৃতীয় সন্তানের (কন্যা) বাবা হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই দোয়া করবেন।’
২০১৭ সালের ৩১ অক্টোবর সৈয়দ রাবেয়া নাঈমাকে বিয়ে করেন তাসকিন। ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিনের প্রথম সন্তান তাশফিন আহমেদ রিহান জন্ম নেয়। এরপর গত বছরের এপ্রিলে প্রথম কন্যা দ্বিতীয় সন্তানের বাবা হন তাসকিন। এবার ঘর আলো করে এল আরও এক কন্যাসন্তান।