করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ নয় : আফগান অধিনায়ক

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

ক্রীড়া ডেস্ক:
কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডের আগে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।

আফগান অধিনায়ক বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ নয়। প্রথম ম্যাচেই আমরা ড্রেসিংরুমে খুবই আত্মবিশ্বাসী ছিলাম।

সিরিজে আমরা ভালো করবো, আমরা আমাদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তামিমের অবসর প্রসঙ্গে জানিয়েছেন হাশমতউল্লাহ শহিদী বলেন, সে অবশ্যই বাংলাদেশের বড় খেলোয়াড় ছিলেন। অভিজ্ঞ অধিনায়ক এবং অনেকদিন ধরে খেলছিলেন তিনি। তার অনুপস্থিতি আমাদের জন্য বাড়তি সুবিধা।

আমরা কালকের ম্যাচের দিকে তাকিয়ে এবং সেখানে নজর দিচ্ছি। আপনি বলতে পারেন সিরিজের মাঝে চলে যাওয়া সবার কাছেই চমকের মত ছিল। সে ভালো ও দয়ালু মানুষ। আমি তাকে অনেক সম্মান করি।

গত বুধবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশকে ১৭ রানে হারিয়েছিল আফগানিস্তান। এর মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন রশিদ খানরা। তবে এই মুহূর্তে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতে আফগানিস্তানের লক্ষ্য সিরিজ জয়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ