মাধবপুর প্রতিনিধি:
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ ১৭ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্টিত হয়েছে।
১২টি দলের অংশ গ্রহনে মঙ্গলবার মাধবপুর পৌরসভা বনাম আন্দিউড়ার ইউনিয়নের দলের মধ্যে এ খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধে আন্দিউড়ার ইউনিয়ন একাদশকে ২ গোল করে মাধবপুর পৌরসভা একাদশ।
৯০ মিনিটের খেলায় রেফারীর দ্বায়িত্বে ছিলেন ফকরিয়া জামান। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, উপজেলা আ’লীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান, ক্রীড়া সংস্থার সেক্রেটারি সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, প্যানেল মেয়র মোবারক উল্লাহ, আন্দিউড়া ইউনিয়ন আ’লীগের সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।