শনিবার, ১০ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার শহরতলীর টঙ্গিরঘাট রামনগরে অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। টঙ্গিরঘাট রামনগর গ্রামবাসির উদ্দ্যােগে আজ বিকালে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির সভাপতি উত্তম রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান হিরু, ৩নং তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনু মিয়া, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী, লন্ডন প্রবাসি আলহাজ্ব রুবেল মিয়া, রামনগর গ্রামের মোঃ সেবলু মিয়া ও নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক শেখ জামাল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মহিবুল হাসান তালুকদার কাউছার।
প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হাওর-বাউরের জেলা হবিগঞ্জ। প্রাচীনকাল থেকে এ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। কালের বিবর্তনে নৌকাবাইচ প্রতিযোগিতা যাতে হারিয়ে না যায়, সে জন্য প্রতি বছর আয়োজকদেরকে এ ধরনের নৌকা বাইচের আয়োজন করার জন্য অনুরুদ জানান।
এ প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান দল টঙ্গিরঘাটের আলহাজ মিয়াকে ১টি ফ্রিজ এবং রানার্সাপ দল পইলের আইয়ুব আলীকে ২১ ইঞ্চি এলইডি টিভি উপহার দেয়া হয়।