শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১১ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরতলীর দারিয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে শহরতলীর দারিয়াপুর নামকস্থানে ট্রেনটির ৭টি বগি লাইনচ্যুত হয়।
অত্যধিক গরমে রেলের লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও স্লিপারেরও মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।