শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
আকতার হোসেন ভূইঁয়া,নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা: প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী (আপার)নাসিরনগর অংশের পুন:খনন শীর্ষক প্রকল্প এর পুন: খননের কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি ।
মঙ্গলবার বিকালে সাইফুল ইসলাম লিকুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানেপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জেলা পরিষদ সদস্য গোলাম কিবরিয়া হাকিম রেজা, কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া, ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল মিয়া,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান আক্তার মিয়া,চাপরতলা ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ ভূইঁয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,সাবেক সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য, কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, নাসিরনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো ওয়াহেদুল্লাহ, ভলাকুট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাত্তির্ক চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ফান্দাউক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সাইফুদ্দিন আহমেদ শিবলী,গোকর্ণ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিদুজ্জামান টিটু,উপজেলা যুবলীগ আহবায়ক রায়হান আলী ভূইঁয়া, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সচিব শাহানা আক্তারসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাই আসলে দেশের উন্নয়ন হয়। আমরা যে কাজ শুরু করেছি তা শেষ হলে এ জনপদের লোকজনের অনেক উপকার হবে। কৃষকরা শুষ্ক মৌসুমে পর্যাপ্ত সেচের পানি পাবে, সারা বছর নৌ-চলাচল করতে পারবে, দেশীয় বিভিন্ন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। এক কথায় বলা যায়, এই এলাকার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হবে।
প্রকল্পের আওতায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ১২ কিলোমিটার নদী এলাকা পুনঃ খনন কাজ শেষ হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে,নৌ চলাচল ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে।