শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রওজা (৮) ও সামিন (৫) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার হোসেনের মেয়ে রওজা
আক্তার ও দুবাই প্রবাসী সানু মিয়ার ছেলে সামিন মিয়া রবিবার দুপুরে পরিবারের অজান্তে বাড়ির পাশে লাগোয়া পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা উদ্ধার করে দুই জনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
হরিপুর ইউপি চেয়ারম্যান মো: ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।