করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

প্রেমিকার পিতাকে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

করাঙ্গীনিউজ:
পাবনা জেলায় প্রেমিকার বাবাকে হত্যার চাঞ্চল্যকর ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক অনিক শেখকে দিনাজপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশী চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা।

আটক প্রেমিক মো. অনিক শেখ(২৪) পাবনা জেলা সদরের মধ্য জামুয়া শেখপাড়া এলাকার মৃত মো. ইয়াজুদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার র‌্যাব-১৩ দিনাজপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৩ দিনাজপুর।

র‌্যাব-১৩ দিনাজপুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গত বছরের ১৫ ডিসেম্বরে পাবনা জেলার সদরের মধ্য জামুয়া শেখপাড়া এলাকায় প্রেমের ঘটনাকে কেন্দ্র করে প্রেমিকার পিতাকে হত্যা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী দিনাজপুরের সেতাবগঞ্জ হতে ঢাকাগামীiবাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে।

উল্লেখ্য, আসামি মো. অনিক শেখ কিছুদিন ধরে পাবনা জেলা সদরের ভাড়ারা মধ্য জামুয়া ভদ্র পাড়ার মৃত ফরিদ মোল্লার কন্যা শাম্মি আক্তারকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করাসহ বিবাহ করার প্রস্তাব দিয়ে আসছিল। শাম্মি আক্তারের পরিবার এতে রাজি না হয়ে তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।

ফলে উক্ত গ্রেফতারকৃত আসামিসহ তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে গত ২০২২ সালের ১৫ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৮টার দিকে শাম্মি আক্তার এর পিতা মো. ফরিদ মোল্লা স্থানীয় একটি মসজিদ হতে এশার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে আটক করে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ