শনিবার, ১০ মে ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার ২০২৩ সালের পরিচালনা পরিষদের ৬১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
২০২৩/২/১১ ইং তারিখে এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত সভাপতি অশোক দাসের সভাপতিত্বে ও নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশির এর সঞ্চালনায় এক সাধারণ সভা ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার প্রতিষ্ঠাকালীন সভাপতি ও কমিউনিটির উপদেষ্টা জনাব নিজাম উদ্দিন, সাবেক সভাপতি ও কমিউনিটির উপদেষ্টা জনাব মীর আবু ফাহেদ সজল, কমিউনিটির সাবেক আহবায়ক ও কমিউনিটির উপদেষ্টা জনাব মোঃ আব্দুল্লাহ সহ দায়িত্বপ্রাপ্ত সকল সদস্য বৃন্দ।
উক্ত সভায় নির্বাচিত সভাপতি অশোক দাস ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বশিরের অনুমতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়ার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যদের তালিকা যথাক্রমে।
উপদেষ্টা মন্ডলীবৃন্দ
১। নিজাম উদ্দিন
২। মীর আবু ফাহেদ সজল
৩। মোঃ আব্দুল্লাহ
৪। মোহাম্মদ মতিন
৫। চই ইল জুন
সভাপতি
অশোক দাস
সিনিয়র সহ-সভাপতি
মতিউর রহমান(মতিন)
রতন দে
সহ-সভাপতি
১। রিপন মিয়া
২। মোঃ রুহুল আমিন
৩। আল হেলাল
৪। মনির হোসাইন
সাধারণ সম্পাদক
সাইফুর রহমান বশির
সহ-সাধারণ সম্পাদক
১। আতিকুর রহমান নিহাদ
২। সাহেদ আহমদ তারেক
৩। মোঃ মোক্তার আহমদ
৪। আল-আমিন
৫। অন্তূ আহমেদ
সাংগঠনিক সম্পাদক
আমিনুর রহমান
সহ-সাংগঠনিক সম্পাদক
আতিকুর রহমান তালুকদার
হাফিজ শামীম আহমদ
শাহেদ আহমদ
অর্থ সম্পাদক
সুরঞ্জিত দাস
সহ-অর্থ সম্পাদক
মোহাম্মদ আলাউদ্দিন
প্রচার সম্পাদক
আল আমিন ফারুক
সহ-প্রচার সম্পাদক
কাইয়ুম আহমদ
ধর্ম সম্পাদক
হাফিজ আবুল খায়ের
সহ-ধর্ম সম্পাদক
অজিত দে
ছাত্র বিষয়ক সম্পাদিকা
সুরাইয়া আমরিন প্রিয়া
সহ-ছাত্র বিষয়ক সম্পাদক
খালেদ হোসাইন
ক্রীড়া সম্পাদক
কাজী রিমু
সহ-ক্রীড়া সম্পাদক
প্রনয় রায়
দপ্তর সম্পাদক
শাহ আলম রোমান
সহ-দপ্তর সম্পাদক
সুমন তালুকদার
সাংস্কৃতিক সম্পাদক
ফয়সাল আহমেদ
সহ-সাংস্কৃতিক সম্পাদক
মোহাম্মদ মোস্তাকিন মিয়া
সমাজ কল্যাণ সম্পাদক
আজিজুর রহমান
সহ-সমাজ কল্যাণ সম্পাদক
শাহীন তালুকদার
আইটি বিষয়ক সম্পাদক
খান হুমায়ূন
কার্যকরী পরিষদ সদস্য :
আল আমিন
ময়নুল আহমেদ
জামিল আহমেদ
শাহেদ আহমদ
আশরাফুর রহমান
মোঃ সুজন মিয়া
মোঃ মুয়াজ্জিন আলী
শাহান আহমদ
নোমান আহমদ
মোঃ মোবারক মিয়া
কবিন্দ চন্দ্র
শেখ সারওয়ার হোসাইন
উছমান মিয়া
জামিল আহমদ
এমরান আহমদ
তাছলিমা আক্তার
ফাহিম আহমেদ বাপ্পী
রুহুল আমিন
মোহাম্মদ মনিরুল ইসলাম
মোঃ ফয়সল তালুকদার
সামসুজ্জামান তানিম
জাবেদ আহমদ