রবিবার, ১১ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কলিমনগর ফুটবল একাডেমী ১০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এমপি আবু জাহির গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ৮ম আসরের ফাইনাল খেলায় স্পন্দন ক্রীড়া চক্রকে ট্রাইবেকারে ৪-৫ গোলে হারিয়ে স্বাগতিক কলিমনগর ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে ।
শনিবার বিকাল ৪টার দিকে ফাইনাল খেলাটি শুরু হয়। হাজার হাজার দর্শকের সমাগত ঘটে ফুটবল মাঠে। নির্ধারিত সময়ের মধ্যে কোন দলই গোল পায়নি। খেলা গড়ায় ট্রাইবেকারে। খেলার ফলাফল স্পন্দর ক্রীড়া চক্র ৪, কলিমনগর ফুটবল একাডেমি ৫। খেলায় দর্শকদের নজর কাড়ে কলিমনগর ফুটবল একাডেমীর তিন জন বিদেশি খেলোয়াড়।
খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। শায়েস্তাগঞ্জে ফুটবল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলিমনগর ফুটবল একাডেমীকে ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন। একই সাথে কলিমনগর ফুটবল একাডেমীর সভাপতি শামীমুর রহমান শামীম মেম্বার নিজের পৈত্রিক সম্পত্তি থেকে ৭০ শতক জমি একাডেমীর নামে দান করবে বলেও জানিয়েছেন। তিনি বিকেএসপির মতো একটি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠা গড়ে তুলতে সকল জনপ্রতিনিধিদের সহযোগীতা চেয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, পাঁচগ্রাম ঐক্য পরিষদের সভাপতি আতাউর রহমান মাসুক, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ ফরহাদ, সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, ইউপি চেয়ারম্যান বুলবুল খান, আব্দুস সালাম মেম্বার, সাবেক মেম্বার আব্দুস সামাদ সহ আরো অনেকেই।