শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে বেসরকারী উন্নয়ন সংস্থা এমসিডা-(mseda)-আলোয় আলো প্রকল্পের উদ্যোগে সিএফকের অর্থায়নে এবং এডুকোর সহযোগিতায় বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩২টি বালিকা দল অংশ নেয়। ফাইনালে রাজঘাট চা-কাগান বালিকা দলকে ২/১ গোলে পরাজিত করে বিদ্যাবিল চা বাগান বালিকা দল বিজয়ী হয়।
রোববার (৫ই ফ্রেব্রুয়ারী) বিকেল ৫টায় স্থানীয় ভিক্টোরিয়া স্কুল মাঠে আলোয় আলো প্রকল্পের অধীনে বালিকাদের মধ্যে ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
ফাইনালে অংশগ্রহন করেন রাজঘাট চা বাগান ইয়ুথ ও বালিকা দল বনাম বিদ্যাবিল চা বাগান ইয়ুথ ও বালিকা দল। খেলায় রাজঘাট চা-বাগান বালিকা দলকে ২/১ গোলে পরাজিক করে বিদ্যাবিল চা-বাগান বারিকাদল বিজয়ী হয়। পরে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
কারুল হাসান দুলনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলী রাজী মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার, ইডুকো প্রকল্প পরিচালক ফারজানা খান, সিএফকে কোরিয়া’র ম্যানাজার কিম নিল, মোহাম্মদ শরীফুল আলম, এমসিডা (mseda)-প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন, বাংলাদেশ ফুটবল জাতীয় দলের সাবেক ফুটবলার ইকরামুর রহমান, সিনিয়র সাংবাদিক মো: কাওছার ইকবাল, রাজঘাট ইউনিয়রন পরিষদ চেয়ারম্যান বিজয় বোনার্জি, এমসিডা সভাপতি মিজানুর রহমান আলম, মিলন দাশ গুপ্ত, আকবর হোসেন শাহীন, প্রমূখ।
এছাড়াও পঞ্চায়েত সদস্য, অভিভাবক, সিবিসিপিসি সদস্যবৃন্দ, যুব ও কিশোর কিশোরী দলের সদস্যগন এবং আলোয়- আলো প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় জনসাধারন বালিকা ফুটবল ম্যাচ উপভোগ করেন। খেলাটি পরিচালনা করেন রেফারি মিজানুর রহমান ও সহকারী এমাদ হোসেন, আবুল কাশেম।