করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ প্রেসক্লাবের ২০২৩ইং সালের কমিটির কার্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এটিএম সালাম, মুরাদ আহমদ, রাকিল হোসেন, বর্তমান সহ-সভাপতি এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নাবেদ মিয়া, কোষাধ্যক্ষ মোঃ মুজাহিদ আলম চৌধুরী, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, অলিউর রহমান অলি, এম এ মুহিত।

সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে নবীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান করার লক্ষ্যে সাবেক সভাপতি এটিএম সালামকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ও প্রেসক্লাবের ২০২২ইং সালের বার্ষিক আয় ব্যয়ের হিসাব দেখার জন্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য মুরাদ আহমদকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি অডিট কমিটি গঠন করা হয়।

নির্বাহী কমিটির সভা চলা কালীন ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক কায়ছার আহমদ ও প্রিন্সিপাল অফিসার কাজী মোঃ শাহ জালাল উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সবাইকে বর্ষপঞ্জি (ক্যালেন্ডার) প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ