করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বই: ফাঁসি | মোহাম্মদ রাজু | মুক্তিযুদ্ব করেও ফাঁসিতে ঝুলা এক যোদ্বার গল্প

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
বই: ফাঁসি : মোহাম্মদ রাজু
করাঙ্গিনিউজ ডেস্ক: মোহাম্মদ রাজুর লেখা প্রথম উপন্যাসিকা ‘ফাঁসি’ এর প্রি-অর্ডার শুরু হয়েছে।
‘শোয়াইব’ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ যে কিনা সৃষ্টিকর্তাকে ভালবেসে ইমামতিকে পেশা হিসেবে গ্রহন করে। সেই তরুণ দেশকে ভালবেসে, দেশের বৃহত্তর স্বার্থে স্ত্রী ‘নুসাইবা’র তীব্র ভালবাসাকে উপেক্ষা করে মহান মুক্তিযুদ্বে অংশগ্রহন করে বীরদর্পে যুদ্ব করে। কিন্তু তাকে পেতে হয় যুদ্বাপরাধীর ট্যাগ! জীবনের শেষ সন্ধিক্ষণে ফাঁসিতে ঝুলতে হয় তাকে। কিন্তু কেন? কি তার কারণ? এটার নেপথ্যে কেউ আছে?
উত্তর পেতে প্রি-অর্ডার করুন ‘ফাঁসি’ !!
বই: ফাঁসি
লেখক: মোহাম্মদ রাজু
প্রচ্ছদ: আশিকুর রহমান
প্রকাশ: বর্ণলিপি প্রকাশনী
জনরা: মুক্তিযুদ্ধভিত্তিক সামাজিক
মূল্য: ২২০ টাকা
১৪% ছাড়ে প্রি-অর্ডার মূল্য: ১৮৯ টাকা
রকমারি প্রি-অর্ডার লিংক-
প্রি-অর্ডার চলবে ৩০ তারিখ পর্যন্ত।
#প্রি-অর্ডার করলে ইনশাআল্লাহ ৩০ তারিখের পর বইটি হাতে পেয়ে যাবেন।
লেখকের ফেসবুক আইডি: Mohammad Raju
May be an image of book and text that says 'ফাঁসি মোহাম্মদ রাজু n'

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ