করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কামরুজ্জামান রাব্বির নতুন গান ‘কালা’

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক: ‘আমার চেহারাটাই ছিল কালা, মনতো কালা ছিল না- মুখ দেখে সে চায় না ফিরে আমারে মন দিল না’-এমন কথায় নতুন একটি গান নিয়ে হাজির হয়েছেন কামরুজ্জামান রাব্বি। লায়নিক মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত গানটির কথা লিখেছেন রণক ইকরাম।

রাজ হৃদয়ের সংগীতায়োজনে গানটিতে সুরারোপ করেছেন কামরুজ্জামান রাব্বি। গানের ভিডিওতে অভিনয় করেছেন নওমী খান ও লিখন রহমান।
ফিল্ম্যানিয়াকের পরিচালনায় সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রনি শিকদার জিতু।

গান প্রসঙ্গে কামরুজ্জামান রাব্বি বলেন, ‘গানটি শ্রোতাপ্রিয় ঢঙে তৈরি। সাধারণত যেসব গান শ্রোতারা শুনতে এবং গলা মিলিয়ে গাইতে পছন্দ করেন- ঠিক সেরকম একটি গান। ’
ভিডিওলিংক:https://www.youtube.com/watch?v=05pkmxkZi3I

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ