নিজস্ব প্রতিনিধি : র্বতমান সময়ে নতুন প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী মোঃ ফয়সল আহমদ ব্যাপক সারা জাগিয়েছেন । সে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয় নাম। তিনি লেখা পড়ার পাশাপশি সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছেন।
তিনি ১২ নভেম্বর ২০০০ সালে ঢাকায় একটি সম্ভ্রান্ত পরিবারের জন্ম গ্রহন করেন । বর্তমানে তিনি স্ব-পরিবার ঢাকা উত্তরাতে বসবাস করছেন। ছোটবেলা থেকেই তিনি সংগীতের সঙ্গে সংযুক্ত আছেন। মাঠে-ময়দানে সংগীত গান গেয়ে চলেছেন অবিরত। তিনি পড়াশোনা করেছেন রাজউক উত্তরা মডেল কলেজে।
তার প্রকাশিত রোমান্টিক গান “এলোমেলো স্বপ্ন ” যা তরুনদের কাছে ব্যাপক সারা জাগিয়েছে। গায়ক হিসাবে তাকে নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন। সঙ্গীত জগতের শুরুতেই তিনি যথেষ্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। প্রথম একক অ্যালবাম “অজানা পৃথিবী” প্রকাশিত হওয়ার পরেও তিনি ব্যাপাক অলোচনায় এসেছেন। এভাবে সংগীত জীবনকে তিনি ধীরে ধীরে আরও প্রসারিত করছেন ছড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের মাটিও মানুয়ের ঘরে ঘরে। নতুন সঙ্গীত শিল্পী ফয়সল আহমদ সংগীত নিয়ে কাজ করার উদ্দেশ্য সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি সংগীত সাংস্কৃতি বিপ্লবের একটি অংশ হিসেবে কাজ করে। মানুষ বিনোদনের নামে বেহায়াপনা দেখে থাকে। নোংরা সংস্কৃতির মোহে পড়ে যায়। আমি আশাবাদী আগামী দিনে মানুষ অশ্লীল গান ছেড়ে আমাদের সুস্থ সুন্দর বিনোদন গ্রহণ করবে। তিনি বলেন, সংস্কৃতি ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কাছে এটাই আমার প্রত্যাশা। এছাড়াও তিনি ভবিষ্যতে অসহায় এবং এতিমদে জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চান। যেখানে পথশিশু থেকে শুরু করে সুবিধা বঞ্চিত ছেলে মেয়েরা পড়াশোনা করবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। তার অন্য একটি স্বপ্ন হলো তিনি হতদরিদ্র মানুদের জন্য একটি হাসপিটাল গড়ে তুলতে চান। যেখানে অসহায় গরীবরা টাকা পয়সা ছাড়া চিকিৎসা নিবে।