করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও  শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে  পূজা উদযাপন কমিটির সাথে থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে  নাসিরনগর থানা পুলিশের আয়োজনে থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকারের সভাপতিত্বে থানা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  এস আই শ্রীবাস চন্দ্র দাসের  সঞ্চালনায় মতবিনিময় সভায় সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, বীর মুক্তিযোদ্ধা কাত্তির্ক চন্দ্র দাস, সাবেক পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ‍্যোতি দত্ত, শ্রীবাস দাস,পূজা উদযাপন কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত )অনাথবন্ধু দাস, সাধারণ সম্পাদক নির্মল  চৌধুরী, পুরোহিত সুজিত চক্রবর্তী,কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক অরুণ জ‍্যোতি ভট্টাচার্য,স্বরোজিত দাস, সুজনময় চৌধুরী,ভানু চন্দ্র দেব, শাচুনী দাস,সুশেন গোপ, সুজন দাস, সুরঞ্জন দেবনাথ, অরবিন্দু দাসসহ উপজেলার ১৫১টি দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রতিটি পূজা মণ্ডপে বাধ্যতামূলক  সিসি ক‍্যামেরা স্থাপনসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ বছর উপজেলার ১৫১ টি পূজা মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ