করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জে শাহ্ আবদুল করিমের ১৩তম প্রয়াণবার্ষিকী পালিত 

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে বাউল সাধক শাহ্ আবদুল করিমের ১৩ তম প্রয়াণবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটারে ” কথা ও গানে বাউল আবদুল করিম” শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘করিম ভক্তবৃন্দ’র এই অনুষ্ঠানের আয়োজন করে।
 ‘গণমানুষের মরমিয়া কবি শাহ্ আবদুল করিম’ শীর্ষক তথ্যচিত্রের নির্মাতা তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন শাহ আব্দুল করিমের জীবনভিত্তিক চলচ্চিত্র ” রঙের দুনিয়া” এর পরিচালক মুক্তাদির ইবনে সালাম।
বক্তব্য রাখেন, চলচ্চিত্র পরিচালক সাহিত্য ও নাট্যকর্মী সিদ্দিকী হারুন, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সদস্য সচিব সহকারি অধ্যাপক তানসেন আমীন,কবি বাদল কৃষ্ণ বণিক, কবি অপু চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সাবেক সাধারণ সম্পাদক পার্থ সারথি রায়, সংস্কৃতিকর্মী রাজা স্মরণ ভট্টাচার্য, নাট্যকর্মী সুবাস ঠাকুর,  সুকান্ত গোপ, প্রমথ সরকার,  জুবায়েদ হোসেন  প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সৈয়দ কাওছার, রুমন, ইয়াছিন খাঁ, জুবায়েদ হোসেন, সুকান্ত গোপ, রাজন দাস, লাভলু দাস, প্রমথ সরকার, আশিক সুলতান প্রমুখ। বক্তারা শাহ্ আবদুল করিমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ও তাঁর লিখিত সংগীতসমূহের ভাব ও দর্শনের বহুল প্রচার কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ