শনিবার, ১০ মে ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
তুহিন চৌধুরী,মিশিগান,যুক্তরাষ্ট্র থেকে: নিজ দেশের সাদা কালো আর বাংলাদেশী বা ভিনদেশি অন্য যে কোন দেশই বলুন না কেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা প্রতিবছরই যুক্তরাষ্ট্রের অন্যতম দিবস হিসেবে খ্যাত ‘লেবার ডে ফ্যাস্টিবাল’ অর্থাৎ শ্রম দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালন করে. এবারও তার ব্যতিক্রম ঘটেনি. গত ৫ সেপ্টেম্বর মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটি কাউন্সিলর নাঈম চৌধুরীর নেতৃত্বে উক্ত লেবার ডে দিবস উদযাপন করে অসংখ্য কর্মজীবী নারী পুরুষ. বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় তালে তালে নেচে গেয়ে আর প্রিয় বাংলাদেশের নাম উচ্চারিত স্ললোগানে স্লালোগানে মুখরিত করে তুলে প্রবাসী বাংলাদেশিরা. এসময় তারা বাঁশি, তবলা বাজানো ছাড়াও লুঙ্গি পাঞ্জাবির মতো নানা রঙের নানা বাংলাদেশী ড্রেস পড়লে তা আমেরিকানদের নজরে আসে. আমেরিকান সাদা কালোরাও হাত তালি আর লাইক হিসেবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও হাত নেড়ে বাংলাদেশিদের এহেন উল্লাসকে স্বাগত জানায়. এ যেন এক অভূতপূর্ব দৃশ্যের সূচনা ঘটে. আনন্দে উল্লাসে ভরে উঠে হেমট্রামিক সহ পুরো মিশিগান রাজ্যের রাজপথ. এদিকে খে|দ আমেরিকানরাও লেবার ডে দিবসটি পালন করে বেশ ঘটা করে. যেন আমেরিকান বাংলাদেশিরা এখন একে অপরের সুখ দুঃখের সাথী. তবে এই দিনে অনেক কর্মক্লান্ত মানুষ দাবি জানিয়ে বলেছেন, কর্মস্থল গুলোতে অর্থাৎ বিশেষ করে প্রতি ঘন্টায় ১২/১৫/১৬/১৭/১৯ ডলার করে যে পারিশ্রমিক দেয়া হয় তা একজন শ্রমিকের কষ্টের তুলনায় খুবই নগন্য. এ ক্ষেত্রে আমেরিকান, বাংলাদেশী বা অন্য যে কোন দেশের শ্রমিকরা হউক না কেন, বর্তমান দ্রব্য মূল্যের উর্দ্ধগতিতে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে ঘন্টা ব্যাপী মজুরি আরও অন্তত ৩০/৩৫/৫০ ডলার করে বাড়ানো হউক. তবেই ‘লেবার ডে’ উদযাপনের সার্থকতা ফুটে উঠবে।