রবিবার, ১১ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
রফিকুল হাসান চৌধুরী তুহিন: অত্যন্ত আনন্দঘন পরিবেশে হবিগঞ্জ সদর সমিতি,মিশিগানের প্রথম বনভোজন অনুষ্ঠিত হলো. সংশ্লিষ্ট সমিতির আহ্বায়ক আমিনুর রশিদ কাপ্তান, সদস্য সচিব লুৎফুর রহমান সেলু ও মাহফুজুর রহমান শাহীনের সার্বিক তত্ত্বাবধান এবং সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঞ্চালনায় গতকাল ২১ আগস্ট রবিবার ওয়ারেন মিলার পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে অংশ নেন,অসংখ্য নারী পুরুষ.এ থেকে শিশুরাও পিছিয়ে ছিল না.একঝাঁক সাংবাদিকের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়.তাদের মধ্যে ছিলেন, মিশিগান বাংলাদেশী কমিউনিটি লিডার ডক্টর রাব্বি আলম, সুপ্রভাত মিশিগান প্রকাশক ও সম্পাদক চিন্ময় আচার্যী দেবু, হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খে|য়াই সম্পাদক শামীম আহ্ছান,বাংলা প্রেসক্লাব মিশিগানের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক তোফায়েল রেজা সোহেল, ফিচার লেখক সৈয়দ আসাদুজ্জামান সোহান. সাহেল আহমদ. এছাড়াও অংশ নেন,হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক তাজুল আহমেদ তাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলারও কয়েক ব্যক্তিত্ব.সকলের উপস্থিতিতে সংশ্লিষ্ট স্থানটি ছিল আনন্দ উল্লাসে ভরপুর.এসময় সংগীত পরিবেশন করেন রব্বানী তালুকদার ও বজলুর রহমান | তাদের কণ্ঠে বেশ কিছু জনপ্রিয় গান নারী পুরুষ সকলকেই মাতোয়ারা করে তুলে.অনুষ্ঠিত হয় শিশু ও মহিলাদের জন্য আকর্ষণীয় পিলো এবং দৌড় প্রতিযে|গীতা.পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ ও ভুরি ভে|জের মধ্য দিয়ে এই বনভে|জনের সমাপ্তি ঘটে।