শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।। নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরন করা হয়েছে । সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। এসময় প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সেলাই মেশিন বিতরণ ও অর্থ সহয়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাবিবুল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত ) বাহার উদ্দিন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস । এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । আলোচনা শেষে ৭ জন অসহায় ও দুস্থ নারীকে সেলাই মেশিন ও ৩ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।